গাঁয়ের ছেলে শফিকের শহরে আসা হয় কত স্বপ্ন বুকে নিয়ে। বাড়িতে মায়ের আদর আর বাবার স্নেহকে দূরে সরিয়ে পেটের টানে শহরে আসে শফিক। কিন্তু এখানে এসে খেই হারিয়ে ফেলে সে। এরপর হঠাৎ মায়ের মৃত্যুতে আরও ভেঙে পড়ে। দিনশেষে রিক্তহস্তে বাড়ি ফেরা, আবার ক’দিন বাদেই বাবার মৃত্যুতে আরও নিঃসঙ্গ হয়ে যায়। এদিকে রাঙামাটি নদীর স্রোতে ভেসে যাচ্ছে সব। ভেসে যাচ্ছে খেত, ভেসে যাচ্ছে পথ। অবশেষে নদীর জলে বাবা-মায়ের কবর আর ভিটেমাটির সলিল সমাধি। শফিক হয়ে যায় আরও অসহায়। চোখের জলে সব ভাসিয়ে আবারও ফেরা হয় শহরপানে। শফিক কি কখনো গ্রামে ফিরবে আবার?
Reviews
There are no reviews yet.